Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্তর্জাতিকভাবে সরকারকে কেউ পছন্দ করছে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:২০

ঢাকা: আন্তর্জাতিকভাবে বর্তমান সরকারকে কেউ পছন্দ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা আয়োজন করে আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আন্তর্জাতিকভাবে কেউ এই সরকারকে পছন্দ করছে না। কারণ, এই সরকার গণতান্ত্রিক নয়। আমেরিকায় গণতন্ত্র সম্মেলন হয়েছিল। সেখানে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। আমেরিকার কাছে ব্যাখা চাওয়া হয়েছিল। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বাংলাদেশ আর গণতান্ত্রিক দেশ নয়। এটা একটা “হাইব্রিড” শাসনের দেশ। অতএব তাদের ডাকা যাবে না।’

বিবিসিকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই নাকি গণতন্ত্রের সুবাতাস বইতে থাকে। কিন্তু এ দেশের কোনো মানুষ তা বিশ্বাস করে না। ২০১৪ ও ২০১৮ সালে এ দেশের মানুষ নির্বাচন দেখেছে। দিনের ভোট রাতে হয়েছে। গায়ের জোরে ক্ষমতা দখল করা হয়েছে।’

ইডেন কলেজে সরকারি দলের ছাত্রসংগঠন কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে যখন ইডেন কলেজের ঘটনাগুলো সংবাদপত্রে পড়ি, তখন মনে হয়, কোন দেশে আছি, কোন জায়গায় আছি। প্রধানমন্ত্রী, গোটা জাতিকে অসম্মানের কোন জায়গায় নিয়ে গেছে আপনার ছাত্রসংগঠন?’

আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল হক, হান্নান শাহর ছেলে ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর