Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ভিসির সঙ্গে দেখা করতে এসে মার খেল ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫১

ঢাবি করেসপন্ডেন্ট: নতুন কমিটি গঠনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের ছয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছে। তবে ছাত্রদলের নেতারাদের দাবি হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতসংলগ্ন তোরণ দিয়ে প্রবেশ করে। এসময় হামলার ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতারা বলেন, বিকালে সাড়ে ৪টার দিকে এফ রহমান হলের সামনের সড়কে ছাত্রলীগের হামলার শিকার হন তারা।

আহতরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, ফারহান মোহাম্মদ আরিফ, সহ সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ, এস এম হলের সভাপতি নাসির উদ্দীন শাওন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্রদলকর্মী জোসেফ আল জুবায়ের।

হাসপাতলে চিকিৎসাধীন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ছাত্রদলের সদ্য কমিটি ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রলীগের গুন্ডারা আমাদের ওপর হামলা করে। এই হামলায় ছাত্রদলের ২০ জনের মত আহত হয়েছেন। অধিকাংশই মাথায় আঘাত পেয়েছেন। তারা লোহার রড ও স্ট্যাম নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় বলেন, ‘ছাত্রলীগের হামলায় আমাদের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজনের মুখ বেঁকে গেছে। এছাড়া হাত-পা ভেঙেছে কয়েকজনের। অনেকেই এখন কাঁকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছে।’

এই বিষয়ে জানতে প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএসআর/আরআইআর/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর