Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখ ওঠা রোগীদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ২২:৪২

ঢাকা: চোখ ওঠার ৭ দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) যাত্রীদের এই অনুরোধ জানানো হয়েছে বলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, কোনো যাত্রীর যদি ভিসা সংক্রান্ত জটিলতা থাকে অথবা বিদেশ যাওয়া জরুরি হয় সেক্ষেত্রে চোখ ওঠা রোগে আক্রান্ত যাত্রী ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ নেবেন। এছাড়াও তাদের সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীসহ গোটা দেশে বাড়ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ বার্তা এলো।

আরও পড়ুন

সারাবাংলা/এসজে/আইই

চোখ ওঠা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর