Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজামণ্ডপে ইট মারলে গণধোলাই দেয়া হবে: উপমন্ত্রী নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ২১:০০

চট্টগ্রাম ব্যুরো : দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক গোষ্ঠীকে হুঁশিয়ার করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘পূজামণ্ডপে কেউ ইট মারলে তাকে অবশ্যই পাটকেল খেতে হবে। পাটকেল তো মারবোই, লাঠি দিয়ে গণধোলাইও দেয়া হবে। সুতরাং সাবধান হয়ে যান। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে আমাদের সব রকমের প্রস্তুতি আছে।’

বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান ও শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের আওতাধীন ১৩০টি পূজামণ্ডপে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে উপমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা করে মোট ১৩ লাখ টাকা অনুদান দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘এ বছরের শারদীয় দুর্গোৎসব পবিত্রতম রবিউল আউয়াল মাসে হতে যাচ্ছে। দুর্গাপূজা এবং মিলাদুন্নবী একই মাসে হবে। আমাদের দেশে প্রধানমন্ত্রী যে সম্প্রীতির পরিবেশ তৈরি করেছেন, নানাভাবে চেষ্টা করা হচ্ছে সেটা ব্যাহত করার জন্য।

সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় পবিত্র অনুষ্ঠানগুলোতে দাঙ্গা-ফ্যাসাদ করার অপচেষ্টা করে চিহ্নিত অপশক্তি। আসুন আমরা অঙ্গীকার করি, কেউ যদি ইট মারে, তাহলে পাটকেল খেতে হবে। শুধু পাটকেল নয়, লাঠি দিয়ে গণধোলাই দেয়া হবে। আমাদের পাটকেল এবং লাঠি নিয়ে অপশক্তিকে প্রতিরোধ করার প্রস্তুতি থাকতে হবে।’

‘অপশক্তিকে এই বার্তা পৌঁছে দিতে চাই, যারা দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে, এটা বাংলাদেশে সম্ভব হবে না। তাদের আমরা রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি। তাদের প্রতিরোধের সব রকমের প্রস্তুতি আমাদের আছে। সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগসহ সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। আমরা চাইলে এদের নিশ্চিহ্ন করতে পারি। কিন্তু আমরা নিশ্চিহ্ন করার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামনে নির্বাচন। সাম্প্রদায়িক অপশক্তির জন্য এবারের দুর্গাপূজা হবে একটা বড় টেস্ট কেস। তারা নানাভাবে নানা কিছু করার চেষ্টা করবে, কিন্তু তারা সফল হবে না। তারা অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এরা কিন্তু পরিকল্পনা করছে। তাদের ধ্বংসাত্মক কিছু করার সম্ভাবনা আছে। সবার চোখ কান খোলা রাখতে হবে। শহরের মধ্যেও ঘটনা-দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সকল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একটা কুইক রেসপন্স টিম গঠন করা দরকার। যেখানেই কোনো ধরনের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটবে, সেখানেই দ্রুততার সঙ্গে গিয়ে প্রতিহত করতে হবে।’

শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণের ওপর নির্ভরশীল হওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন নওফেল।

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি নানা ধরনের চক্রান্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পশ্চিমা অস্ত্র ব্যবসায়ীরা চায়, বাংলাদেশেও অস্থিতিশীল পরিস্থিতি হোক। সস্তা জনপ্রিয়তার জন্য তাদের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নানা ধরনের বিবৃতি দেয়, মন্তব্য করেন। ঔপনিবেশিক একটি দেশ তাদের প্রতিনিধি পাঠিয়ে বলেছে- জামায়াতকেও রাজনীতি করার সুযোগ দিতে হবে। এই মাতবরি তাদের কে করতে বলেছে ? ১৯৭১ সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, এদেশে তাদের বিচার হয়েছে। তাদের আবার প্রতিষ্ঠিত করার মাতবরি কিভাবে পরাজিত করতে হবে সেটা আমাদের জানা আছে।’

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, নগর আওয়ামী লীগের সম্পাদক সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান, আব্দুল আহাদ, চসিকের কাউন্সিলর শহীদুল ইসলাম, জহরলাল হাজারী, মো. জাবেদ, ওয়াসিম উদ্দিন, নুরুল আলম মিয়া, আব্দুর সালাম মাসুম, নুর মোস্তফা টিনু, নিলু নাগ, লুৎফুন্নেছা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্ত ও আঞ্জুমান আরা এবং পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, বিপ্লব সেন, সজল দত্ত, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, কোতোয়ালী থানা পূজা কমিটির সভাপতি লিটন শীল, তরুন দাশ।

এদিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের উদ্যোগে দুর্গাপূজা ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৫০০ সনাতনী ধর্মাবলম্বীর মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন এবং প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

এছাড়া নগরীর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আবদুস ছালাম মাসুমের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। এতেও প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী।

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর