Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ অনন্য উচ্চতায়: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ২২:৫১

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ তার নেতৃত্ব অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, এমডিজি ও এসডিজি-র লক্ষ্য অর্জনের মূল নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে সংসদ ভবনস্থ এলডি হলে পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এ সব কথা বলেন। অনুষ্ঠানে ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি-র সভাপতিত্বে ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি-র পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সভিবালয়ের ক্বারী মো. আবু রায়হান। এর আগে স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এলডি হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। তাঁর পিতার মতোই তিনি বাংলার মানুষকে ভালবাসেন। স্বজন হারানোর বেদনা নিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আজ ষোল কোটি মানুষের আস্থার স্থলে পরিণত হয়েছেন। বাংলাদেশের নদ-নদী, প্রকৃতির সাথে তাঁর নিবিড় সম্পর্ক। মানুষের দুঃখ-কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি গণতন্ত্র পুনরূদ্ধারে তার কঠিন সংগ্রাম করতে হয়েছে।’

বিজ্ঞাপন

২১ আগস্টের রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলা করে তিনি সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। তার নেতৃত্বে উন্নত বাংলাদেশ নির্মাণেদেশ সকলকে মনোনিবেশ করার আহ্বান জানান স্পীকার।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, সুবিদ আলী ভূইয়া এমপি, বেনজীর আহমেদ এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সুবর্ণা মোস্তফা এমপি, নাহিদ ইজাহার খান এমপি, কাজী নাবিল এমপি, অপরাজিতা হক এমপি, নার্গিস রহমান এমপি, পারভীন হক সিকদার এমপি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

প্রধানমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনা স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর