Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে, গতবারও দুই-এক জায়গায় দেখেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৩

ঢাকা: গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার সবাইকে শারদীয় দুর্গোৎসবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সক্রিয়ভাবে দলীয় নেতাকর্মীদেরও থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি মনে করি যারা এসব ঘটনা যে পরিচয়ই ঘটায়, তাদের একটাই পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করে অনেক দুর্বৃত্ত এইসব অপকর্ম করে, গতবারও আমরা দুই এক জায়গায় বিষয়টি লক্ষ্য করেছি।’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গতবারের দুর্বৃত্ত দলের যে হামলা সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে, মন্দিরে, বাড়িঘরে, দোকানে বর্বরোচিত হামলা হয়েছে, সেটা আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি, যেতে পারে না।’

বিগত সময়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লায় যা ঘটেছে বীভৎস, চৌমুহনীতে যা ঘটেছে সেটা আরও ভয়াবহ। এছাড়া রংপুরের ঘটনা, সিলেটের ঘটনা সুনামগঞ্জের ঘটনা, নাসিরনগরের ঘটনা; এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি মনে করি যারা এইসব ঘটনা ঘটায় যে পরিচয়ই হোক তাদের একটাই পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। এরা বিভিন্ন নয় আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করে অনেক দুর্বৃত্ত এইসব অপকর্ম করেছে, গতবারও আমরা দুই এক জায়গায় লক্ষ্য করেছি।’

সনাতনধর্মাবম্বীদের নিজেদের মাইনরিটি বা সংখ্যালঘু হিসেবে মনে না করারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই দুর্গোৎসবেমন্দিরে মন্দিরে পাহারায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। তাদের পাশে আমাদের নেতাকর্মীরাও থাকবেন। এটা আশা করি আমরা। কারণ এই উৎসবে সবাই শরিক হন। সতর্কভাবে দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে উপস্থিত থাকতে হবে। আমি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে এই নির্দেশনা দিচ্ছি।’

শারদীয় দুর্গোৎসবের সাফল্য কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কোথাও কোনো অসুবিধা বা এর কোন আভাস পেলে আমাদেরকে আগেই অবহিত করবেন। আমাদের অফিসে জানাবেন। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা নিরাপত্তার ব্যাপারে আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি, থাকবো।’

মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপদফতর সম্পাদক সায়েম খানসহ পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের টপ নিউজ শারদীয় দুর্গোৎসব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর