কর্ণফুলী নদীতে নিখোঁজ জাহাজ মালিকের লাশ উদ্ধার
১ অক্টোবর ২০২২ ১৬:৪৬
চট্টগ্রাম ব্যুরো: নৌকায় উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ লাইটারেজ জাহাজ মালিকের লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরীর বাকলিয়া থানার মন্দিরঘাট এলাকায় নদীতে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করে।
মৃত হাজী বাহারুল আলম বাহারের (৬০) বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভবানিপুর গ্রামে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় বাড়ি বানিয়ে পরিবার নিয়ে থাকতেন। দু’টি লাইটারেজ জাহাজের মালিক বাহার নগরীর মাঝিরঘাট এলাকার মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির কর্ণধার। লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী সদস্য পদেও ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরীর সদরঘাটে নৌ পারাপারের ঘাট থেকে নদীর দক্ষিণ প্রান্তে ইছানগর যাওয়ার জন্য নৌকায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান বাহার। কিন্তু মুহূর্তের প্রবল জোয়ারে তলিয়ে যান তিনি। এর পর প্রায় ২০ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌ পুলিশের সহায়তায় তল্লাশি অভিযান চালালেও সন্ধান মেলেনি।
নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘শাহ আমানত সেতুর পূর্বে শহর প্রান্তে মন্দিরঘাট এলাকায় নিখোঁজ বাহারের লাশ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম