Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ১৬:৫৮

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ঝিলপাড়ের একটি বাসার মালামাল সরানোর সময় বিদ্যুৎপৃষ্টে এসহাক হাওলাদার (৬০) নামে এক লেবারের মৃত্যু হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, মৃত এসহাক লেবারের কাজ করতেন। আজকে তিনি খিলগাও ঝিলপাড়ে এক পরিবারের বাসা পাল্টানোর কাজ করছিলেন। আজবেলা পৌনে ১২টার দিকে ওই বাসায় স্টিলের আলমারি সরানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসহাক হাওলাদারের ভাতিজা কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বিল্লগ্রামে। বর্তমানে তার চাচা খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে ভাড়া থাকতেন। সেখানে থেকে লেবারের কাজ করতেন। আজ বাসা পাল্টানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনি মারা যান।

সারাবাংলা/এসএসআর/ইআ

বিদ্যুৎপৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর