Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২২ ১৪:৩৮

ঢাকা: জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ল। এটি দেশটির দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে ধারণা করা হচ্ছে। নিক্কেই এশিয়ার খবর।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এ ব্যাপারে বলেন, ধরণ দেখে মনে হয়েছে এটি মধ্যপাল্লার একটি ব্যালিস্টিক মিসাইল। ক্ষেপণাস্ত্রটি উত্তর চাগাং প্রদেশের মুপিয়েং-রি থেকে স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটে ছোড়া হয়েছিল। সর্বোচ্চ ৯৭০ কিলোমিটার উচ্চতায় ক্ষেপণাস্ত্রটি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার ভ্রমণ করে। উল্লেখ্য, চাগাং প্রদেশ থেকে সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

বিজ্ঞাপন

জাপান সরকার জানিয়েছে, জাপানের উত্তর অংশের উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাপানের উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানায় স্থানীয় সরকার। এছাড়া ট্রেন চলাচল সাময়িক স্থগিত রাখা হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপান ভূখণ্ড পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

সারাবাংলা/আইই

উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর