Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৫:৩০

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চাই। থানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর। এরইমধ্যে প্রয়োজনীয় সকল নির্দেশনা মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত নবনিযুক্ত আইজিপি’স প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, ‘জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি। দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ডিজিটাল মামলার ক্ষেত্রে সাংবাদিকদের পাশে সবসময় সংবেদনশীল থাকবে পুলিশ। সাংবাদিকের নামে মামলা নেওয়ার ক্ষেত্রে থানা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলবে। এরপরও কেউ হয়রানির শিকার হলে আমাদের জানালে আমরা সেটা দেখবো।’

সাংবাদিকরা মাঠে কাজ করতে গিয়ে পুলিশ ও রাজনৈতিক দলের হামলা মামলার শিকার হন। এক্ষেত্রে পুলিশের সহযোগিতা যথেষ্ঠভাবে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। আপনি আইজিপি থাকা অবস্থায় কি ভূমিকা পালন করবেন জানতে চাইলে চৌধুরী মামুন বলেন, ‘মাঠে কাজ করার ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের একই পরিবেশ মোকাবিলা করতে হয়। আমার সময়ে এ রকম কোনো হামলা মামলার শিকার হলে সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

আইজিপি বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর