পুলিশে জবাবদিহিতা নিশ্চিত করা হবে: আইজিপি
৪ অক্টোবর ২০২২ ১৭:৪৯
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের উন্নয়ন সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতে করতে কাজ চলছে। এরইমধ্যে নিয়োগ পদোন্নতি এবং পদায়নসহ দৈনন্দিন কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় পুলিশ সদর দফতরের হল অব ইন্টেগ্রিটিতে আইজিপি’স প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চাই। থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর। সাধারণ মানুষ যেন থানায় প্রবেশ করে কথা বলতে পারে। তাদের সমস্যা যেন সমাধান হয়।’
আইজিপি বলেন, ‘জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।’
সংবাদ সম্মেলনে এসবি প্রধান মনিরুল ইসলাম সহ অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/ইআ