রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
৫ অক্টোবর ২০২২ ১৬:১০ | আপডেট: ৫ অক্টোবর ২০২২ ২০:০২
ঢাকা: এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস নামের তিন বিজ্ঞানী।
বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন নোবেল বিজয়ী বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়।
তারা পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন।
নোবেল পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘২০২২ সালে ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।’
এরআগে সোমবার (৪ অক্টোবর) বেল ইনিকোয়ালিটিস ও পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার তিন বিজ্ঞানী।
আরও পড়ুন : পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
সারাবাংলা/ইআ