Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে তালাক দিলেন ক্রিকেটার আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৪:০৩

ঢাকা: স্ত্রী ইসরাত জাহানকে তালাকের নোটিশ প্রদান করেছেন মর্মে আদালতকে অবহিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল আমিন হোসেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার জবাবে এই দাবি তুলে ধরেন।

এদিন মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। আল আমিন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দাখিল করেন। জবাবে তিনি উল্লেখ করে বলেন, গত ২৫ আগস্ট স্ত্রীকে তিনি তালাকের নোটিশ প্রদান করেছেন। তিনি মোহরানা ও ইদ্দতকালীন খরপোশ দিতে রাজি আছেন। আর দুই সন্তানের খরচ নিয়মিত দিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী মো. শামসুজ্জামান জানান, আমরা মামলা করেছি ভরণপোষণ ও শান্তিপূর্ণভাবে সংসার করার দাবি আদায়ে। এখন আল আমিন বলছেন, তিনি বাদীকে তালাক দিয়েছেন। অথচ সেই মর্মে কোনো ডকুমেন্টস দাখিল করেননি। তিনি বলেছেন- দুই ছেলের ভরণপোষণ দিচ্ছেন। অথচ আমাদের কাছে প্রমাণ আছে বড় ছেলের স্কুলে ৫০ হাজার টাকা টিউশন ফি বাকি আছে। আদালত জবাবের বিষয়ে ৫ দিন পর শুনানির জন্য রেখেছেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান আল-আমিন।

গত ৭ সেপ্টেম্বর একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবি করে আদালতে ইসরাত জাহান মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এনএস

ক্রিকেটার আল আমিন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর