Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের জন্য ঘোড়া এলো

বেনাপোল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ২৩:৩৮

যশোর: বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছয়টি মাড়োয়ারি ঘোড়া আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

সিএন্ডএফ মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ঘোড়াগুলো ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে। খালাস করার পর বেনাপোল বন্দর থেকে ঘোড়াগুলো ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উদ্দেশে রওনা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ‘আমদানি করা ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।’

সারাবাংলা/একে

ঘোড়া বাংলাদেশ পুলিশ বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর