Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বল তুলতে হালদায় ঝাঁপ দেওয়া কিশোরের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২২ ১৫:৩৫

চট্টগ্রাম ব্যুরো: হাটহাজারী উপজেলায় ফুটবল তুলতে হালদা নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ এক কিশোরের লাশ প্রায় ৩৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে হালদা নদীর সংযোগস্থলের চেংখালী খালের মুখ থেকে আনুমানিক ৩০০ গজ পূর্বদিকে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

মৃত মুহাম্মদ আনাস (১৪) গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা সদরের শাহ অলিউল্লাহ ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দুর্গাপূজার ছুটিতে মাদরাসা থেকে বাড়িতে গিয়েছিল আনাস। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর পাড়সংলগ্ন মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল মাঠের পাশে হালদা নদীর সংযোগস্থলের চেংখালী খালের মুখে পড়ে যায়। বলটি কুড়িয়ে আনতে তিন বন্ধু নদীতে ঝাঁপ দেয়। দু’জন উঠতে সক্ষম হলেও আনাস তলিয়ে যায়।

ঘটনার পর পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর ফোন পেয়ে হাটহাজারী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী ঘটনাস্থলে তাল্লাশি অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা তল্লাশিতেও তার সন্ধান পাওয়া যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান সারাবাংলাকে বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও ছেলেটিকে উদ্ধার করতে পারিনি। আজ (শনিবার) সকাল ৮টার দিকে ঘটনাস্থলের আনুমানিক ৩০০ গজ পূর্বদিকে হালদা নদীতে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে আমাদের টিম নৌকা নিয়ে নদীতে গিয়ে লাশ উদ্ধার করে তীরে আনে। এরপর ইউএনওর নির্দেশে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

লাশ উদ্ধার হালদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর