বাল্যবিবাহের চেষ্টা, কনের মা ও বরের কারাদণ্ড
৯ অক্টোবর ২০২২ ১৫:৫৯
দিনাজপুর: জেলার হিলিতে বাল্যবিবাহ দেওয়ার কারণে কনের মাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই কারণে বরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া হরিকৃষ্টপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম জানান, খট্টামাধবপাড়া ইউনিয়নে বাল্য বিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় অন্যরা পালিয়ে গেলেও বর ও কনের মাকে আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। তারা যেন কখনো বাল্য বিবাহ না দেন। তবেই সমাজের উন্নয়ন সম্ভব।
সারাবাংলা/এনএস