Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১১:০৪

বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর ব্রিজের পাশে একটি ড্রেনের মধ্য থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার রাত তিনটার দিকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২২ অক্টোবর) বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান বলেন, ‘অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর ব্রিজের উপর অবস্থান করছে। এমন সংবাদে নিজে আইসিপি ক্যাম্পের একটি টহল দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ২টি দেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।’

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন,‘ সীমান্ত দিয়ে সোনা, মাদক ও অস্ত্রপাচার প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। চোরাকারবারিদের আইনের আওতায় এনে অতি দ্রুত চোরাচালান শুন্যের কোঠায় নামিয়ে আনবো।’

সারাবাংলা/এমও

টপ নিউজ পিস্তল ও গুলি বেনাপোল

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর