Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য ‘বিকানেক্ট’ চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৬:২৫

ঢাকা: বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগের জন্য সমন্বিত প্ল্যাটফর্ম ‘বিকানেক্ট’ চালু করেছে। এই উদ্যোগে বাংলালিংক-এর সহযোগী হিসেবে রয়েছে প্রুডেন্ট টেকনোলজিস্‌।

এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কার্যক্রম আরও উন্নত করার পাশাপাশি সেগুলিকে গ্রাহকদের সাথে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী উপায়ে যোগাযোগের সুযোগ দেবে।

সোমবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানিয়েছে।

বিকানেক্ট এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য একটি ক্লাউড প্রযুক্তি ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যা সমন্বিত যোগাযোগের জন্য বিভিন্ন টেলিকম সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তার নিশ্চয়তা দেবে। এটি স্বয়ংক্রিয় উপায়ে প্রতিষ্ঠানগুলির সাথে গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করবে।বিকানেক্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস মূর্তি, বাংলালিংক-এর কমার্শিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড বিটুবি মার্কেটিং ডিরেক্টর মেহেদি আল আমিন, বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন, বাংলালিংক-এর হেড অফ বিটুবি আইসিটি সলিউশন এএসএম রাশেদুজ্জামান, বাংলালিংক-এর বিজনেস সাপোর্ট সিস্টেম ডিরেক্টর তাওহিদ রিজওয়ানুর রহমান ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “জীবনযাত্রার নানামুখী সমাধানে আগ্রহী একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আমরা সব ধরনের গ্রাহককে অত্যাধুনিক ডিজিটাল সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ‘বিকানেক্ট’ এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে গ্রাহকদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে ও তাদের গোপনীয়তা রক্ষা করবে।”

বিজ্ঞাপন

প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস মূর্তি বলেন, বিকানেক্ট’ চালুর উদ্দেশ্যে বাংলালিংক-এর সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক যেভাবে বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে আসার পাশাপাশি দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিকানেক্ট-এর মতো উদ্ভাবনী সমাধান কোম্পানিগুলিকে গ্রাহকদের সাথে যোগাযোগ উন্নত করার নতুন পথ হিসেবে কাজ করবে।

বাংলালিংক উদ্ভাবনী বিভিন্ন সমাধান নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

সারাবাংলা/ইএইচটি/এনইউ

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর