Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতঙ্কে বরগুনার মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ২০:২০

ঢাকা: ধেয়ে আসছে সিত্রাং ঘূর্ণিঝড়। লণ্ডভণ্ড করে দেবে সব কিছু সেই আতঙ্কে সমুদ্রঘেঁষা উপজেলা বরগুনা জেলার পাথরঘাটার ছয়টি উপজেলার মানুষ। এলাকা জনশূন্য হয়ে পড়েছে। লোকজন নিরাপদ আশ্রয় চলে গেছে।

আজ সকাল থেকে ওইসব এলাকায় বৃষ্টি, ঝড়ো হওয়াসহ পানিবৃদ্ধি হওয়ার কারণে স্থানীরা আতঙ্কিত হয়ে পড়ে। পানিতে আমন ধানের ৪ হাজার ৫ হেক্টর জমি ডুবে গেছে। এই পানি জমে থাকলে আমন ধানের ব্যাপক ক্ষতি হবে। কৃষকরা পড়বেন বিপাকে।

বিজ্ঞাপন

আজ রাত ১০টায় ঘূর্ণিঝড়টি উপকুলে আঘাত আনতে পারে। এতে করে আরও আতঙ্কিত হয় জনগণ।

স্থানীয় প্রশাসনও বসে নেই। তারা গত দুইদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে। ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করেছে। যতদিন আশ্রয় কেন্দ্রে জনগণ থাকবে ততদিন তাদের রান্না করার খাবার ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে তাদের নিরপত্তা। ছুটি বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা গেছে, ছয় টি উপজেলার প্রশাসন, জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট পৃথকভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর রয়েছে। তারা জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি দমকা হাওয়া বইছে ওই সব এলাকায়। এ সব উপজেলার নিম্ন অঞ্চল পানিতে ডুবে গেছে। অনেকের বসতবাড়িতে পানি উঠেছে।

বিষ খালি, বলেশ্বর নদীর পাশে বেড়ীবাঁধের পাশে যেসব মানুষ বসবাস করছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বেশি। বেড়িবাঁধের পাশে বসবাসকারী লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন থেকে জানা গেছে, বলেশ্বর বিষ খালি এবং পায়রা নদীর পানি স্বাভাবিকের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু জায়গায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তাদের মতে ঘূর্নিঝড় আঘাতের পর বিশুদ্ধপানিসহ অনেক সমস্য দেখা দেবে।

এ সব বিষয় নিয়ে বরগুনা জেলা প্রশাসক ডিসি হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘জনগণকে নিরাপদে রাখার জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে রান্না করা খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে। যতদিন তাদের আশ্রয় কেন্দ্রে থাকতে হবে ততদিন তাদের রান্নাকরা খাবারের পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থাও থাকছে।’

তিনি জানান, আশ্রয় কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনে কর্মরত সবার ছুটি বাতিল করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

ঘূর্ণিঝড় বরগুনা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর