Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ঘোড়ার গাড়িকে চাপা দিলো বাস, ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১২:১৩

টাঙ্গাইল: কালিহাতীতে দ্রুতগতির বাস চাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২নং সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়ি ফিরতেছিলেন। পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ১২নং সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হন।

দুর্ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, ‘নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এমও

ঘোড়ার গাড়ি বাস চাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর