Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় ববি ছাত্রী নিহত: চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১০:৪৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৪:৪০

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাসেল নামের এক যুবক নিহত হয়েছেন

বরিশাল: বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম (২০) নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টায় চালককে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার জামিল হোসেন (২৭) পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহণের বাস চালক।

গ্রেফতার বাস চালক জামিল হোসেন।

বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চালককে গ্রেফতার করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের চাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। চালককে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত কয়েক দফা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে শুক্রবার রাত ১০টার দিকে তারা চলে যাওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সারাবাংলা/এনজে

ছাত্রী নিহত বরিশাল বিশ্ববিদ্যালয় বাস চাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর