ঘোষণাপত্রে ছিল ফোম, কনটেইনারে মিলল আমদানি নিষিদ্ধ সিগারেট
২৮ এপ্রিল ২০১৮ ১৪:১৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: মিথ্য তথ্য দিয়ে দেশে আনা আমদানি নিষিদ্ধ এক কনটেইনার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ২০ ফুট দীর্ঘ এই কনটেইনারে দু’টি ব্র্যান্ডের ৬ লাখ ৩০ হাজার প্যাকেট সিগারেট (১ কোটি ৩০ লাখ শলাকা) ছিল।
শনিবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে কনটেইনারটির কায়িক পরীক্ষা শেষ হয়। কনটেইনারে থ্রি জিরো থ্রি এবং মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে।
চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ড. একেএম নূরুজ্জামান সারাবাংলাকে জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠান ৩৬০ বেল্ট ফেল্ট নামে ফোম জাতীয় পণ্য আমদানির ঘোষণা দিয়েছিল। কিন্তু কনটেইনার খুলে দেখা গেছে, ফোমের বদলে আমদানি নিষিদ্ধ সিগারেট আনা হয়েছে।
তিনি বলেন, সরকার নির্ধারিত ফোমের শুল্ক ৫৮ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে আমদানিযোগ্য সিগারেটের শুল্ক ৪৫০ শতাংশ। সিগারেটের যে চালানটি জব্দ করা হয়েছে তার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এটি আমদানির অনুমতি থাকলে ঘোষণাপত্র অনুযায়ী, ৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে বলা যেত।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) সিঙ্গাপুর থেকে এমভি ওইএল স্ট্রেইটস নামে একটি জাহাজ কনটেইনারটি নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙ্গর করে। জাহাজটির মালিক এ দেশীয় শিপিং এজেন্ট ফার্স্ট টেক্স লজিস্টিক মেরিটাইম নামে একটি প্রতিষ্ঠান।
শুক্রবার রাত ৮টায় কনটেইনারটি স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হলে কাস্টমস কর্মকর্তারা কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নেন। ফোম জাতীয় পণ্য আনার ঘোষণা দিয়েছিল ‘গ্রামবাংলা ফুড করপোরেশন’ নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। কনটেইনারটি জব্দ করার পর কাস্টমস কর্মকর্তারা আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখেন সেটি একটি ভুয়া প্রতিষ্ঠান।
কনটেইনার থেকে পণ্য খালাসের জন্য সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান নিয়োগ দেয়নি আমদানিকারক প্রতিষ্ঠানটি বলেও জানান কাস্টমস কর্মকর্তারা।
সারাবাংলা/আরডি/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook