জাতীয় সম্মেলনের আগে সব সম্মেলন শেষ করার নির্দেশ শেখ হাসিনার
২৮ অক্টোবর ২০২২ ২৩:৩৫
ঢাকা: আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর- দক্ষিণসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সব মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন করতে হবে। আর যারা সম্মেলন করতে ব্যর্থ হবে তাদের কমিটি বিলুপ্ত করারও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি।
সম্মেলনের বিষয়গুলো তদারকির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিসহ দলের নেতারা সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করে সম্মেলন রোডম্যাপ চূড়ান্ত করবেন বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে।
আগামী রোববার (৩০ অক্টোবর) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনগুলোর দিনক্ষণ জানিয়ে দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আজকের বৈঠকে দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নির্বাচনী মাঠ মহড়ায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পরে জেলা সফরে নামতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যেসব জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আছে, সেসব জেলাকে প্রায়োরিটি দিয়ে জেলা সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি।
দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সংসদ সদস্যদের উদ্দেশ্যে আবারও সতর্কতা উচ্চারণ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কারও মুখ দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। আমি বিভিন্ন পর্যায়ে মাঠ জরিপ করছি। আগামীতে মাঠ জরিপের ভিত্তিতেই জনপ্রিয় ও গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।’
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সভায় অনানুষ্ঠানিক আলোচনায় এ সব কথা বলেন আওয়ামী প্রধান শেখ হাসিনা।
সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। পরে আনুষ্ঠানিক বৈঠকের আলোচ্য নিয়ে বিভিন্ন কথা বলেন। বিকেল ৪টা ২০ মিনিটে সভা শুরু হয়ে মাঝখানে স্বল্প সময়ে দুই-তিন দফা বিরতি দিয়ে রাত ১০টা ২০ মিনিট অবধি বৈঠকে করেন নেতারা।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ এ ফোরামের বৈঠকে মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নেন দলের কেন্দ্রীয় সম্মেলনের আগেই সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করার। পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
সূত্র জানায়, বৈঠকে শেখ হাসিনা বলেন কাউকে চেহারা দেখে এবার আর মনোনয়ন দেওয়া হবে না। যদি কেউ ভেবে থাকেন খারাপ কাজ করেও আবার মনোনয়ন পাবেন তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা এবার প্রতিটি আসনে মাঠ পরিসরে বিভিন্নভাবে জরিপ করা হচ্ছে। যারা জনপ্রিয় এবং নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যারা মনোনয়নের যোগ্য তারাই মনোনয়ন পাবেন।
বৈঠক সূত্র জানায়, দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ লক্ষ্যে এখন থেকেই কাজে নেমে পড়ার নির্দেশ দেন তিনি। এর অংশ হিসেবে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে নেতা কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে বৈঠকের মধ্যবিরতিতে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে জানান। তার আগে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ‘৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেত্রী স্বশরীরে যোগ দেবেন।’
তিনি বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার তা একদিন করা হবে। সম্মেলনও তেমন জাকজমকপূর্ণ হবে না। বৈশ্বিক সংকটের কারণে এবার ব্যয়ে কৃচ্ছ্রতাসাধন করা হবে।’
সম্মেলনের প্রথমদিকে উদ্বোধনী অধিবেশন, এরপর কাউন্সিল অধিবেশন, পরবর্তীতে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটিসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সহযোগী সংগঠনের নেতাদের সম্মেলনের তারিখসহ সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করবেন।
বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বিএনপির অপকর্ম দুঃশাসনের চিত্র তুলে ধরার আহ্বান জানান।
একইসঙ্গে আওয়ামী লীগ টানা মেয়াদে আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের মহাযজ্ঞ করেছে তাও জনগণের সামনে তুলে ধরার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন
‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই বিএনপি আন্দোলন করতে পারছে’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর
সারাবাংলা/এনআর/একে