Thursday 12 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার ১৬ বছরের শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ১২ জুন ২০২৫ ১৪:৪০

ঢাকা: অধ্যাপক ইউনূস বলেছেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে স্থানান্তর করেছেন। তিনি এ সময় বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি তুলে ধরে, এই সম্পদ উদ্ধারের প্রচেষ্টায় যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল লন্ডনের একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আলোকপাত করা হয়েছে। আলোচনায় বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ উদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণ অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা ইস্যুতে আসন্ন জাতিসংঘ সম্মেলনের জন্য ব্রিটিশ সমর্থন চেয়েছেন, দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে প্রত্যাবাসন সহজতর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকার ওপর জোর দিয়েছেন।

পাওয়েল বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অব্যাহত সমর্থন প্রদানের প্রস্তাব দেন।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টিও আলোচনা করা হয়, যেখানে অধ্যাপক ইউনূস ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য উন্নতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এমপি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর