Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ থেকে রংপুরগামী বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ১১:০১

সিরাজগঞ্জ: বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জ থেকে রংপুরমুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন নেতারা। এতে বগুড়া-রংপুর, সৈয়দপুর, বাংলাবান্ধাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল শেখ দুলু জানান, সমাবেশে বিএনপি’র নেতাকর্মীরা গাড়িতে নাশকতা চালাতে পারে, এম আশঙ্কা থাকায় জেলা থেকে রংপুরগামী বাস চলাচল দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার সকালেও সিরাজগঞ্জ থেকে রংপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি। গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ থেকে রংপুরের উদ্দেশে বাস ছেড়ে গেছে।

সৈয়দপুরগামী বাসের যাত্রী হেলাল শেখ বলেন, ‘সকালে বাসস্ট্যান্ডে এসে টিকিট কাটার সময় কাউন্টারের লোকজন বলে দুইদিনের জন্য রংপুরমুখী কোনো গাড়ি যাবে না। কি কারণে বাস যাবে না যেটা ঠিক মতো বলে নাই তারা। নিরূপায় হয়ে বাড়িতে ফিরে যাচ্ছি।’

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আতিকুর রহমান আতিক জানান, রংপুরের বাস ও মালিকেরা দুইদিনের পরিবহন ধর্ম ঘটের ডাক দিয়েছে। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে আমাদেরও রংপুরে বাস না পাঠাতে বলেছেন। এ কারণে দু’দিন বাস বন্ধ রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “রংপুরে বিএনপি’র সমাবেশে জেলা থেকে নেতাকর্মীরা যাবেন। একারণে সমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিএনপির যেসব নেতাকর্মীরা যাওয়ার ঠিকই বিকল্প পথে চলে গেছেন।’

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘সমাবেশের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি বিনষ্ট করলে সরকার বসে থাকবে না। যুবলীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন-সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে।’

বিজ্ঞাপন

রংপুরে বিএনপি’র সমাবেশের আগের দিন থেকে জেলা থেকে কোনো বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছে না উল্লেখ করে একরামুল হক বলেন, ‘বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা যেভাবে পরিবহনে জ্বালাও-পোড়াও করেছে। এ কারণে সমাবেশে নাশকতার আশঙ্কা থাকায় বাস বন্ধ করে দিয়েছে পরিবহনের নেতাকর্মীরা। এতে
সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

উল্লেখ্য, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় রংপুর জেলা বাস মালিক সমিতি।

সারাবাংলা/এমও

টপ নিউজ বাস চলাচল বন্ধ রংপুর সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর