Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরপুরে নেশা করতে বাধা দেওয়ায় গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ১০:৫৮

টাঙ্গাইল: নাগরপুরে নেশায় বাধা দেওয়ায় সুলতান হোসেন স্বপন (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজমির হোসেন (২৫) নামে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সুলতান হোসেন স্বপন উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে সন্ধ্যায় রানা, আলি, সোলাইমান ও আনোয়ারসহ কয়েকজন গাঁজা সেবন করতেছিল। বিষয়টি স্বপন তাদের আভিভাবকদের জানায়। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আজমির বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত বলে ঘোষণা করে। আজমেরিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমও

গলাকেটে হত্যা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর