Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে মুক্তিযুদ্ধের সময়কার ২টি মর্টার শেল উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ১৫:১১

হিলি: দিনাজপুরের হিলিতে ধানের জমি থেকে মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত অবস্থায় দু’টি মর্টার শেল উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে মর্টার শেল দু’টি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম জানায়, মহেশপুর গ্রামের কৃষক ইউসুফ আলী ধানের জমিতে পানি সেচ দিতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেল দেখতে পেয়ে সে সেগুলো বাড়িতে নিয়ে যায়। পরে এলাকায় জানাজানি হলে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি টিম মর্টার শেল দু’টি জব্দ করে থানায় নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে মর্টার শেল দু’টি মুক্তিযুদ্ধের সময়কার।

সারাবাংলা/এমও

টপ নিউজ মর্টার শেল হিলি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর