Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 ‘জাপার চেয়ারম্যান থাকার অধিকার জি এম কাদেরের নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ১৫:০৫ | আপডেট: ২ নভেম্বর ২০২২ ১৫:০৬

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেছেন, ‘জি এম কাদের অগণতান্ত্রিক পন্থায় দল পরিচালনা করছেন। জাপার চেয়ারম্যান থাকার অধিকার তার নেই। গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কর্ণধার।’

বুধবার (২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিয়াউল হক মৃধা বলেন, ‘জাপার চেয়ারম্যান জি এম কাদের ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের পর থেকে যেভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন, তা অবৈধ। তিনি একজন আইন প্রণেতা হয়েও আদালতের প্রতি যে অসম্মান দেখাচ্ছেন, তা রাষ্ট্রদ্রোহিতার শামীল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গঠনতন্ত্রের ২০(১) ক ধারা ব্যবহার করে দলটির মধ্যে দাস প্রথা চালু করেছেন জি এম কাদের। একটি গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলে দাস প্রথা চলতে পারে না।’

‘জাতীয় পার্টি তো সকালে এক রঙ, বিকেলে আরেক রঙ এবং রাতে অন্য রঙ ধারণ করে। আপনারা কোন রঙ ধারণ করবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিয়াউল হক মৃধা বলেন, ‘অচিরেই বেগম রওশন এরশাদ জাতীয় পার্টিতে নতুন রঙ নিয়ে রাজনীতি শুরু করবেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী নেতা এম এ গোফরান, এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুন, সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, ইকবাল হোসেন রাজু, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

সারা বাংলা/এএইচএইচ/এজেড/ইআ

জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর