Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি কর্মকর্তাসহ আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ১৯:১০

ফাইল ছবি

নওগাঁ: জেলার ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের ছুরিকাঘাতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (০৪ নভেম্বর) ভোরে ধামইরহাট উপজেলায় বস্তাবর-ভারতীয় সীমান্তের শাখাহাটি বাজারে হামলার এ ঘটনা ঘটে।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন জানান, বিজিবির সোর্স তারেক হোসেন জানতে পারেন ওই সীমান্ত দিয়ে এক দল চোরাকারবারি ভারত থেকে অবৈধ্য মালামাল নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার মজিবর হোসেন ভোর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের আটকের চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করে তারা পালিয়ে যায়। হামলায় সুবেদার মজিবর ও সোর্স তারেক আহত হন।

তিনি জানান, সুবেদার মজিবর হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় সকালে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়। আহত সোর্স তারেককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধিনায়ক লে. কর্ণেল নাদিম আরেফিন আরো জানান, ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক তদন্তে চোরাকারবারিদের অস্ত্রের আঘাতে বিজিবি সদস্যসহ দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হলে। আসামিদের গ্রেফতার করা হবে।

সারাবাংলা/এনইউ

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর