১২ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
৪ নভেম্বর ২০২২ ১৯:৫১
ঢাকা: চেয়ারম্যান পদে ১২ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দিয়েছে মনোনয়ন বোর্ড।
শুক্রবার (৪ নভেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সারাবাংলাকে মনোনয়ন সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন।
যারা পেয়েছেন মনোনয়ন
রংপুর বিভাগ
জেলা : গাইবান্ধা
উপজেলা : সাদুল্লাপুর
ইউনিয়ন
জামালপুর
নুরুজ্জামান মন্ডল
বনগ্রাম
মোখলেছুর রহমান
কামারপাড়া
সুবল চন্দ্র সরকার
বরিশাল বিভাগ
জেলা : ভোলা
উপজেলা : চরফ্যাশন
ইউনিয়ন
আসলামপুর
মো. নুরে আলম
ওমরপুর
মো. রিয়াজুল ইসলাম
চট্টগ্রাম বিভাগ
জেলা : কুমিল্লা
উপজেলা : সদর দক্ষিণ
ইউনিয়ন
জোড়কানন পূর্ব
মোহাম্মদ মমতাজ উদ্দিন খান
জোড়কানন পশ্চিম
মো. হাসমত উল্লাহ
বারপাড়া
মো. সেলিম আহাম্মদ
চৌয়ারা
মো. আবুল কালাম আজাদ
বিজয়পুর
মো. তানভীর হোসেন
জেলা : চাঁদপুর
উপজেলা : হাইমচর
ইউনিয়ন
চরভৈরবী
ইউসুফ যুবাইর
উপজেলা : ফরিদগঞ্জ
ইউনিয়ন
পাইকপাড়া দক্ষিণ
মোহাম্মদ হোসেন মিন্টু
সারাবাংলা/এনআর/একে