Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ২১:০০

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশের সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের দেওয়া সংবিধানে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধান দিয়ে গেছেন বলে একের পর এক বিল পাস করে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সংবিধান দিবস উপলক্ষে শুক্রবার (৪ ন‌ভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একটি র‌্যালি বের করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, বঙ্গবন্ধু স্বল্প সময়ে আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন। বহুবার বিরোধী শক্তি সংবিধান পরিবর্তন ক‌রে‌ছে। তারা গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সুসংহত রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা করছেন।

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস প্রমুখ।

অপর‌দি‌কে, বিকেলে নারায়ণগ‌ঞ্জ শহ‌রের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূ‌র্তি উপলক্ষে শেখ ফজলুল হক মণি স্মৃ‌তি অনূর্ধ্ব-১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে যোগ দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বঙ্গসাথী ক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কা‌দির প্রমুখ।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাবি ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৪ ০২:৪২

সম্পর্কিত খবর