Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ০২:৪২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৭

ঢাকা: সদ্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করেছে ডিবি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গ্রেফতার উর্মি ও রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার ছাত্রলীগ টপ নিউজ দুই নেতা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর