Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

জবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ২৩:৪৮

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

এদিকে স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে ক্যাম্পাসে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। জবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অনুসারী নেতা কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সভাপতি অনুসারীরাও বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার সারাবাংলাকে বলেন, ‘আমাদের কোনো অভিযোগ নেই। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করা হয়।

সারাবাংলা/পিটিএম

ছাত্রলীগ জবি প্রত্যাহার স্থগিতাদেশ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর