Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপ্তাহিক ‘একতা’র বিরুদ্ধে নিষেধাজ্ঞায় হাইকোর্টের স্থগিতাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৮:০৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:০৫

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: দেশের ঐতিহ্যবাহী পত্রিকা সাপ্তাহিক ‘একতা’র বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৬ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

সাপ্তাহিক একতার পক্ষে রিট মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। এর আগে একই ইস্যুতে এই বেঞ্চ সরকারের ওপর রুল জারি করে।

অভিযোগ রয়েছে, শুধুমাত্র রাজনৈতিকহীন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিগত আওয়ামী সরকার ‘সাপ্তাহিক একতা’র প্রকাশনা অধিকার খর্ব করে। আজ হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সাপ্তাহিক একতা তার অধিকার ফিরে পেল।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

সাপ্তাহিক একতা স্থগিতাদেশ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর