বিপিসিতে ৪৭২ কোটি টাকার অনিয়ম, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
৬ নভেম্বর ২০২২ ১৬:১১
ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) অনিয়মের অভিযোগে সরকারের ৪৭২ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ হওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী ২০ নভেম্বর মধ্যে বিপিসি ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (সিএজি) ২০ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক মঈনুদ্দিন আহমেদের বিরুদ্ধে দুদকের তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ নভেম্বর) এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক মঈনুদ্দিন আহমেদের বিরুদ্ধে দুদকের তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। আর এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ৪ নভেম্বর দ্য ডেইলি স্টারে ‘এ বিপিসি কনসার্ন রোবস স্টেট কফার্স অব ৪৭২.৭ ক্রো’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে আজ শুনানি শেষে আদালত স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছেন।
সারাবাংলা/কেআইএফ/ইআ
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি হাইকোর্ট