Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মানুষকে বড় মাশুল গুনতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ২১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফুল হক, ফাইল ছবি

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নিতে গিয়ে দেশ ও দেশের মানুষকে বড় ধরনের মাশুল দিতে হবে। আইএমএফ এর ঋণ মানুষের গলার ফাঁস হয়ে দেখা দেবে। যে সব অন্যায় ও অন্যায্য শর্তে এই ঋণ পেতে হবে তা দেশের সাধারণ মানুষকে আরও দুর্গতির মধ্যে ফেলে দেবে।

সোমবার (৭ নভেম্বর) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক সমাপ্তি দিনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনায় তিনি এ সব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘এই ঋণ পেতে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, খাদ্যপণ্যসহ সামাজিক সুরক্ষাখাতে যেটুকু ভর্তুকি ও মূল্য সহায়তা রয়েছে তার অনেকটা প্রত্যাহার করতে হবে। যা বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জীবনকে চরম ভোগান্তির মধ্যে নিক্ষেপ করবে। জীবনযাত্রা নির্বাহের এই দুঃসময়ে এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আইএমএফ এই ঋণ সহায়তা দেশের রিজার্ভের ক্ষেত্রেও বড় কোনো প্রভাব ফেলবে না।’

তিনি বলেন, ‘রিজার্ভের আট বিলিয়নের কোনো যুক্তিগ্রাহ্য হিসাব পাওয়া যাচ্ছে না। এটির অনুসন্ধান বেশি জরুরি। এই বিপুল অর্থ কোথায় গেল দেশের মানুষের তা জানার অধিকার রয়েছে।’

তিনি বলেন, ‘কঠিন ও গণ দুর্ভোগ সৃষ্টিকারী কঠিন শর্তে আইএমএফ এর ঋণ না নিয়ে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ কালো টাকা উদ্ধার করতে পারেলে বর্তমান আর্থিক সংকট অনেকখানি মোকাবিলা করা সম্ভব। এ ছাড়া সরকারের ব্যয় সংকোচ, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বন্ধ, পাচার করা অর্থ ফেরত আনাসহ জরুরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টাকা বড় জোগান গড়ে তোলা সম্ভব।’

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, সজীব সরকার রতন, মাহমুদ হোসেন, সিকদার হারুন রশীদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, শেখ মো. শিমুল, ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/একে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর