Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ভর্তি: ফাঁকা ৯ আসনে ডাক পেয়েছেন ৩২১ জন

ইবি করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৪:০৩

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯টি আসন শূন্য ছিল। আসন খালি সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ২০ নভেম্বর সকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে।

এই তালিকায় স্থান পেয়েছেন ৩২১ জন ভর্তিচ্ছু (মেধাক্রম ৩২১ থেকে ৬৪০ পর্যন্ত)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইউনিট সমন্বয়কারী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় তালিকা থেকে ভর্তির জন্য অনুমতি প্রাপ্তদের ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে মোট ৩২০টি আসনের বিপরীতে ৩১১ জন ভর্তি হন।

সারাবাংলা/এমও

আরবি ভাষা ও সাহিত্য বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর