Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৯:১৫

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় করা মামলাটি রামপুরা থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবিতে) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলাটি রামপুরা থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগ তদন্ত করবে।

তিনি বলেন, ফারদিনের মরদেহ উদ্ধারের পর তার বান্ধবী বুশরাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। পরে বুশরার বিরুদ্ধে ফারদিনের বাবা মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

হারুন অর রশীদ বলেন, বুশরাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এখন পর্যন্ত হত্যার প্রকৃত কারণ আমরা বের করতে পারিনি। প্রেমঘটিত কোনো বিষয় আছে না অন্যকিছু সেটিও বুশরাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে। পাশাপাশি পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ও তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ৮ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ নভেম্বর রাতে ফারদিনের বাবা রামপুরা থানায় মামলা করেন।

সারাবাংলা/ইউজে/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর