Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধের অনেক ঘটনার গবেষণা প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৯:৫৭

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মুক্তিযুদ্ধের অনেক ঘটনার গবেষণা প্রয়োজন। বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে। আমরা বাঙালি হয়ে গর্ববোধ করি। কারণ, আমাদের মহান পুরুষরা যুদ্ধ করেছেন। তাদের ইতিহাস জাতিকে জানাতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সাবেক ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল (অব.) শওকত আলীর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অতীতে জাতি দিশেহারা হয়েছিল, শোষিত হয়েছিল। আজ আমরা মুক্ত স্বাধীন। এক্ষেত্রে অবদান রাখা কর্নেল শওকত আলীর মতো মানুষদের অনুসরণ করা দরকার।’

স্মরণসভায় বক্তারা বলেন, স্বাধীনতার বীরদের অবদান জাতি কখনও ভুলবে না। তাদের সম্মান ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তাদের কর্মের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। শওকত আলী সারাজীবন দেশের জন্য কাজ করেছেন। তার পথ অনুসরণ করা প্রয়োজন। তারা দেশ ও জাতিকে অনেক কিছুই উপহার দিয়েছেন। এ জাতি বীরদের প্রতি কৃতজ্ঞ।

সারাবাংলা/জেজে/পিটিএম

এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর