হাজার হাজার নেতাকর্মী নিয়ে যুব মহাসমাবেশে পাপ্পা গাজী
১১ নভেম্বর ২০২২ ১৩:১৭
ঢাকা: হাজার হাজার নেতাকর্মী নিয়ে যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রূপগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিশাল মিছিল নিয়ে রমনা কালী মন্দিরের গেট হয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন তিনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছরপূর্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এসময় নীল টি-শার্ট, রঙিন ক্যাপ, যুবলীগের দলীয় পতাকাসহ উৎসব আমেজে সমাবেশ স্থলে তার নেতৃত্বে যোগ দেন কয়েক হাজার স্থানীয় নেতাকর্মী। বহরে থাকা নেতাকর্মীদের বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা যায়।
যুব মহাসমাবেশে যুব জনতার উদ্দেশে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বার্তা দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতোমধ্যে সমাবেশ স্থলে যুবলীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই সারাদেশ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবলীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছেন। এছাড়াও সোহরাওয়ার্ধী উদ্যানের চারপাশে বিভিন্ন সড়কে যুবলীগের নেতাকর্মীদের জমায়েত লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ৫০ বছরে পেরিয়ে ৫১ বছরে পা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ নভেম্বর) সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা সুবর্ণজয়ন্তী। প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখেরও বেশি যুব-তারুণ্যের মহাসমাবেশ ঘটিয়ে রাজপথে শক্তির মহড়া দেবে যুবলীগ।
জাতির পিতার নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি। প্রতিষ্ঠার ৫০ বছর পার করে বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। সপ্তম জাতীয় কংগ্রেসে যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি।
সারাবাংলা/এসজে/এমও