মহাসমাবেশে এসে যুবলীগ নেতার মৃত্যু
১১ নভেম্বর ২০২২ ১৬:০৪
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশে যোগ দিতে এসে জিন্নাত আলী হারুন (৪৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন।
এছাড়া অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মোহনপুর উপজেলার যুবলীগের সহ-সভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলন (৪২)।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে দু’জন অসুস্থ হয়ে পড়েন। তারপর দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তারা রাজশাহী থেকে যুবলীগের সমাবেশে যোগ দিতে আজ ভোরে ঢাকায় এসেছিলেন। দোলন ও হারুন একসঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ছিলেন। জানতে পারি হলের মাঠে দু’জন অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আর দোলন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি আছে।’
দেলোয়ার হোসেন আরও জানান, রাজশাহী জেলা মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন জিন্নাত আলী হারুন এবং মোতালেব হোসেন দোলন মোহনপুর উপজেলার যুবলীগের সহ-সভাপতি।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আলামিন বলেন, ‘যুবলীগের সমাবেশে যোগ দিতে রাজশাহী থেকে এসেছিলেন তারা। মহসিন হলের মাঠে হারুন ও দোলন নামে দু’জন অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে হারুন নামে একজন মারা যায়। অসুস্থ দোলন হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি আছেন।’
সারাবাংলা/এসএসআর/এমও