ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলার ব্যবহারিক পরীক্ষা সোমবার
১২ নভেম্বর ২০২২ ১১:৫২
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৪ নভেম্বর)। ‘বি’ ইউনিটের অধীন কলা অনুষদভূক্ত এই বিভাগে ভর্তিচ্ছুদের ওইদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে উপস্থিত হতে বলা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) আইসিটি সেল সূত্র জানিয়েছে, চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৩৬টি। যা আসনপ্রতি আবেদন দাঁড়ায় ১৮টি। এতে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) জন্য ৯টি, ‘বি’ ইউনিটের (মানবিক) জন্য ১৫টি ও ‘সি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।
‘বি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান জানান, পরীক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদনের Acknowledgement Slip সঙ্গে আনতে হবে। পরীক্ষাসংশ্লিষ্ট কাগজপত্র, ছবি আঁকার উপকরণ ও সাধারণ হাতঘড়ি ছাড়া অন্য কোনো কাগজপত্র বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
সারাবাংলা/এমও