Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটরা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ০৯:৫৩

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্রেটিক পার্টি। নেভাদায় দলীয় প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্টো জয়ী হওয়ায় সিনেটে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা ডেমোক্রেটদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

নেভাদায় পুনঃর্নিবাচনের ফল ঘোষিত হওয়ার পর সিনেটে ডেমোক্রেটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০টি। অন্যদিকে সিনেটে রিপাবলিকানদের আসন ৪৯টি।

বিজ্ঞাপন

শুক্রবার রিপাবলিকানদের শক্ত ঘাঁটি অ্যারিজোনায় ডেমোক্রেটিক সিনেটর মার্ক কেলির জয়ের খবর ঘোষণা হওয়ার পর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার দৌড়ে টিকে থাকে ডেমোক্রেটরা। সে সময় দুই দলের আসন সংখ্যা হয় ৪৯টি করে। নেভাদায় ক্যাথরিন কর্টেজ মাস্টোর বিজয় ডেমোক্রেটদের সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে।

অ্যারিজোনায় মার্ক কেলির জয়ের পর নেভাদা অথবা জর্জিয়ার যেকোনো একটি আসনে জয় পেতে হতো ডেমোক্রেটদের। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের টাইব্রেকার ভোটের মাধ্যমে ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারত। নেভাদায় জয় পাওয়ায় এখন আর ডেমোক্রেটদের সামনে কোনো বাঁধা রইলো না। আগামী মাসে জর্জিয়ায় সিনেট নির্বাচনের কথা রয়েছে। ওই নির্বাচনে রিপাবলিকানরা জয় পেলে সিনেটে দুই দলের আসন সংখ্যা হবে সমান ৫০-৫০। সেক্ষেত্রে কমলা হ্যারিসের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্রেটরা।

ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ দুই বছর বড় সিদ্ধান্ত নিতে কংগ্রেসের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো বাধার সম্মুখীন হবেন না বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা ২০৪টি আসন নিশ্চিত করেছে। ২১১ আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ২১৮টি আসনের প্রয়োজন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর