Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমণ্ডিতে আজাদ ফিশারিজের নতুন আউটলেট

সারাবাংলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ১৯:৫০

ঢাকা: নারায়ণগঞ্জে আজাদ ফিশারিজ বিশাল ফার্ম করার পর এবার রাজধানীর ধানমন্ডিতে আউটলেট খুলেছে প্রতিষ্ঠানটি।

ধানমন্ডির ৩ নম্বর রোডে অবস্থিত ডা. রেফাতুল্লাহ হ্যাপি আর্কেডের নিচতলায় আউটলেটটির দোকান নম্বর ২০। এখান থেকে যে কেউ সংগ্রহ করতে পারবেন ফ্রেশ ওয়াটারসহ বিভিন্ন সল্ট ওয়াটার ফিশ।

শপটির উদ্বোধন করেন আজাদ রিফাত টেক্সটাইলের তিন ডিরেক্টর তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাদ এবং মাহমুদুল ইসলাম রিফাত।

সারাবাংলা/একে

আউটলেট আজাদ ফিশারিজ