Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ২ ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ১৪:২৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৫:০০

ঝিনাইদহ: জেলার আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাইদ হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শৈলকুপার লক্ষুণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইদ হোসেন কেষ্টপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মান্নান মণ্ডলের সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে গ্রামের বিএলকে বাজারে তেল কিনতে যান মান্নান মণ্ডলের সমর্থক তরিক মণ্ডল। এ সময় কফিল উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে।

এরপর উভয় ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে তাদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক সাইদ হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহেনাজ জানান, ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/ইআ

ইউপি সদস্যের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর