Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহর বাঁচাতে একসঙ্গে কাজ করার আহ্বান মেয়র আতিকের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১০:৫০

আতিকুল ইসলাম

ঢাকা: জলবায়ু পরিবর্তন নগরজীবনকে মারাত্মকভাবে ব্যহত করছে। তাই শহর ও মানুষ বাঁচাতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত আমরা সবাই নিরাপদ হতে না পারছি, ততদিন পর্যন্ত কেউ নিরাপদ না।

মিসরের শারম-আল-শেখে চলমান জলবায়ু সম্মেলন কপ-২৭’র ব্লু জোনে অবস্থিত চাইনিজ প্যাভিলিয়নে গতকাল সোমবার (১৪ নভেম্বর) মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্লাটফর্ম সি-ফরটি সিটিস’র ভাইস চেয়ার হিসেবে চীনের শহরগুলো এবং সাউথ-সাউথ সিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে জলবায়ু সহযোগিতা সম্পর্কিত গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘তীব্র দাবাদাহ, অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এবং লবণাক্ততার কারণে মানুষ নিজ নিজ অঞ্চল ছেড়ে শহরমুখী হচ্ছেন। তারা ভাবছেন- অন্তত শহরে গেলে খেয়ে-পরে বাঁচতে পারবেন। ঢাকা শুধু ভৌগলিকভাবে বাংলাদেশের কেন্দ্রে নয়, এটি অর্থনৈতিক কেন্দ্র। আর এজন্য জলবায়ু উদ্বাস্তুদের স্রোত বেড়েই চলেছে। মেয়র হিসেবে শহর ও জনগণের প্রতি দায়িত্ব রয়েছে। অবশ্যই তাদের সুস্থতা, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শহরমুখী জনস্রোত থামাতে জলবায়ু পরিবর্তন রুখতে আরও বেশি স্থিতিস্থাপকতা অর্জন করতে হবে।’

ন্যাচার বেইজড সলিউশনের গুরুত্ব তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, ‘বেদখল খাল ও জলাশয় উদ্ধার করে সবুজায়ন, নতুন পার্ক, স্যানিটেশন পরিস্থিতির উন্নতি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ নিম্ন আয়ের মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি করে সবাইকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বমূলক জোরালো ইতিহাস রয়েছে উল্লেখ্য করে মেয়র আতিকুল বলেন, ‘অর্থনৈতিক অংশিদারিত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি সময় এসেছে এই অংশীদারিত্বকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্প্রসারিত করা। এক্ষেত্রে চীন হতে পারে আমাদের রোল মডেল।’

এ সময় তিনি উপস্থিত সকল অংশীজনকে পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

সারাবাংলা/আরএফ/এনএস

জলবায়ু পরিবর্তন মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর