Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের দাম আপাতত কমানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৭:৩৪

ঝিনাইদহ: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় সেজন্য সরকার সব সময় চেষ্টা করছে। কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, তাই আপাতত দাম কমানোর সুযোগ নেই। শুধু কৃষকের স্বার্থে সারের দাম আর বাড়াবে না সরকার।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মের মথুরা এলাকায় স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, যখন ভারতে পেঁয়াজ উৎপাদন হয় না তখন তারা রফতানি বন্ধ করে দেয়, তখন দেশে দাম বাড়ে। তাই আমরা চেষ্টা করছি পেঁয়াজের উৎপাদন আরও বাড়াতে।

এসময় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, জেলা প্রশাসক মনিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মথুরা এলাকার স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পর্যবেক্ষণ শেষে মন্ত্রী দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর