Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে শনিবার পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২২ ২৩:৩১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১২:২৬

সিলেট: সিএনজিচালিত অবৈধ অটোরিকশা বন্ধসহ ৩ দফা দাবিতে সিলেটে ১৯ ডিসেম্বর শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত ধর্মঘট ডেকেছে সিলেট জেলা পরিবহন মালিক সমিতি।

বুধবার (১৬ নভেম্বর) রাত ৯টায় এ ঘোষণা দেন পরিবহন নেতারা।

বিএনপির বিভাগীয় সমাবেশের দিন পরিবহন ধর্মঘটের ধারাবাহিকতায় এবার সিলেটেও ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি বিএনপির নেতাকর্মীদের। তবে পরিবহন মালিকরা বলছেন, এ ধর্মঘট পূর্ব নির্ধারিত।

গত ৬ নভেম্বর বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া স্মারকলিপিতে এ আলটিমেটাম দেওয়া হয়। আল্টিমেটামের শেষ দিন শনিবার হওয়ায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।

এটি বিএনপির সমাবেশ ঘিরে কোনো পরিকল্পিত কর্মসূচি নয়, দাবি করে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘বিএনপির সমাবেশ ২০ নভেম্বর হওয়ার কথা ছিল। একদিন এগিয়ে আনায় কাকতালীয়ভাবে সমাবেশের দিন ধর্মঘট কর্মসূচি পড়ে গেছে।’

সারাবাংলা/একে

পরিবহন ধর্মঘট সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর