Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় পেট্রল পাম্পে আগুন, মালিক বলছেন ‘নাশকতা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১২:২৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৪:৩৮

নাটোর: নাটোরের সিংড়ায় বাসস্ট্যান্ড এলাকায় একটি পেট্রল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৬ হাজার লিটার পেট্রল পুড়ে গেছে বলে জানা গেছে। নাশকতার উদ্দেশে কেউ পাম্পে আগুন দিয়েছে বলে দাবি করেছেন ওই পেট্রল পাম্পের মালিক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

পেট্রল পাম্পের মালিক সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে ট্যাংকিতে ছয় হাজার লিটার পেট্রল দেওয়া হয়, যার মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। সে সময় পাম্পের পেছনের দিকে গ্যাস পাইপে কেউ বা কারা আগুন দিলে মুহূর্তে তা পাম্পে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০-৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।

আগুনে গ্যাস পাইপ ও ট্যাংকিরও ক্ষতি হয়েছে দাবি করে তিনি জানান, এই আগুনের ঘটনায় সব মিলিয়ে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের তেমন কিছু করতে হয়নি।

সারাবাংলা/এমও

নাটোর পেট্রল পাম্প সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর