Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টস শ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২২ ১২:০৩

ঢাকা: গার্মেন্টস শ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ৮ম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ‘এটা সব সময় বলা হয় যে আমাদের বাজার খারাপ, অবস্থা ভালো নয়। তবে তিন মাস আগেই গার্মেন্টস সেক্টর থেকে সর্বোচ্চ রফতানি হয়েছে। সব চেয়ে বেশি টাকা এই সেক্টরে ইনকাম হয়। এই সময়টা ডাল সিজন, কিন্তু আবার ডিসেম্বর থেকে গার্মেন্টস সেক্টরে উৎপাদন বাড়বে। কিন্তু সেই কারণে শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়, এটা যুক্তিসঙ্গত নয়। আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকবো। গার্মেন্টস ট্রেড ইউনিয়ন সোচ্চার থাকবে।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- সিপিবি’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সিপিবি’র সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক ও সিপিবি নেতা আব্দুল আল কাফি, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক  ‍জুলি তালুকদারসহ অনেকে।

সারাবাংলা/এআই/এমও

গার্মেন্টস শ্রমিক নিম্নতম মজুরি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর